শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:৫৪:৩০

যে কারণে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

যে কারণে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

ঢাকা : যে কারণে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা :- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার সকাল ১০টা থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। গণস্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা দেওয়ার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করছে দলটি।

কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী, শ্যামা ওবায়েদ, আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, ইশতিয়াক আজীজ উলফাত, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, বেবী নাজনীন হেলেন জেরিন খান ও শাম্মী আক্তার প্রমুখ।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে