শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:২৩:৪৪

সরকারের পাতা ফাঁদ এড়িয়েছে বিএনপি, দাবি দলের শীর্ষ নেতাদের

সরকারের পাতা ফাঁদ এড়িয়েছে বিএনপি, দাবি দলের শীর্ষ নেতাদের

নিউজ ডেস্ক: বেগম জিয়ার মুক্তির দাবিতে চলা আন্দোলনকে শান্তিপূর্ণ রেখে সরকারের পাতা ফাঁদ এড়াতে পেরেছে বিএনপি, এমনটাই মনে করেন দলের শীর্ষ নেতারা। তাদের মতে, ইস্যু তৈরি করে নেতাকর্মীদের রাজপথের আন্দোলনে নামার সুযোগ করে দিয়ে উল্টো বেকায়দায় পড়েছে সরকার।

তবে বিএনপি'র এমন মন্তব্যকে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের শীর্ষনেতারা বলছেন, সরকার কারো জন্য ফাঁদ পাতে নি, ফাঁদে পড়েওনি। বরং দুর্নীতির পক্ষে আন্দোলনে নেমে বিএনপি দুর্নীতিবাজ দল হিসেবে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য সরকারি দলের।

৫ই জানুয়ারির নির্বাচনের পর কয়েক দফা আন্দোলনের ডাক দিয়েও সফল হয়নি বিএনপি। উল্টো নানামুখী চাপে কোণঠাসা হয়ে পড়ে দলটি। লাগাতার অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটলেও রাজধানীর রাজপথে নামতেই পারেনি দলের নেতাকর্মীরা।

গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বেগম খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানকে সাজা দেয়ার পর থেকে অনেকটাই বদলে গেছে দলটির আন্দোলনের চিত্রপট। দলীয় চেয়ারপারসনের মুক্তি দাবিতে ঢাকার রাজপথে নেমে একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন কর্মীসমর্থকরা।

রায় নিয়ে চরম অসন্তোষ থাকলেও রাজনৈতিক বিবেচনায় বিষয়টিকে 'শাপে বর' হিসেবেই দেখছেন দলটির শীর্ষ নেতারা। খন্দকার মাহবুব হোসেন বলেন, যে সব কর্মীরা এতদিন নিশ্চুপ ছিল। ঘরে বসে ছিল। যে মুহূর্তে খালেদা জিয়াকে জেলে নিয়েছে তারা আবেগে মাঠে নেমেছে। তারা কর্ম সূচীতে যোগদান করেছে।  বিএনপি সবচেয়ে লাভবান হয়েছে।  

বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে থাকায় ক্ষমতাসীনরা হতাশ হয়ে পড়েছেন বলেও মন্তব্য এই দায়িত্বশীল নেতার। খন্দকার মাহবুব হোসেন বলেন,  বিএনপি একটি উশৃঙ্খল দল। এমন ফাঁদ পেতেছিল সরকার। বিএনপি সেই ফাঁদে পরে নাই। এখন আওয়ামী লীগ হতাশ।

তবে আন্দোলনকে ঘিরে বিএনপি'র এমন মন্তব্যকে 'প্রলাপ' হিসেবেই দেখছে আওয়ামী লীগ। মাহবুবুল হক হানিফ বলেন, অপ্রাসঙ্গিক কথা বলে তারা নিজেরা সান্ত্বনা খোঁজে বেড়াচ্ছে। এটা পাগলে প্রলাপ ছাড়া কিছুই না। আওয়ামী লীগ কারো জন্যে ফাঁদও পাতে নাই। আর সেই পাতা ফাঁদে পাও দেয়নি।

আওয়ামী লীগ বলছে, এই কর্মসূচির মাধ্যমে দুর্নীতির পক্ষে অবস্থান নেয়ায় বিএনপি আরো বিতর্কিত হয়েছে। মাহবুবুল হক হানিফ বলেন, খালেদা জিয়া যখন জেলখানাতে গেলেন তখন কয়জন লোক তার জন্যে আহাজারি করেছে! বিএনপি যে খালেদা জিয়ার মুক্তির জন্যে যা করছে তাতে প্রমাণিত। বিএনপি দুর্নীতিবাজ দল।

আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে বলে আওয়ামী লীগ নেতারা মন্তব্য করলেও এই আন্দোলনের মাধ্যমে নির্বাচনের আগে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বিএনপি'র।
সূত্র: সময় টিভি
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে