ঢাকা : গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নূরু নিহত। রাজধানীর উত্তরবাড্ডায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নূরুল ইসলাম নূরু নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। আজ রোববার ভোরে উত্তরবাড্ডার সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার এসআই শামসুল হক জানান, নিহত নুরু গতকাল শনিবার সাতারকুলের ব্যবসায়ী আবুল বাসার বাদশাকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধরে ফেলে এবং পুলিশে দেয়।
এই নূরু বনানীর জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসএম মুন্সী ওভারসিজের মালিক সিদ্দিক হোসেন মুন্সী (৫০) হত্যা মামলার অন্যতম আসামি। এ ছাড়া রাজধানীর বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ অনেক মামলা রয়েছে। পুলিশ নুরুকে গ্রেপ্তারের পর সাতারকুল এলাকায় তাকে নিয়ে অভিযান চালায়। এ সময় তার সঙ্গীরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে গুলিবিনিমিয় হয়।
গোলাগুলিতে নুরু গুলিবিদ্ধি হলে তাকে ভোর পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানা পুলিশ আরো জানায়, নিহত নুরুকে ঢামেকে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস