রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:৪২:৪১

আজ এক আদেশে যে কথা জানালেন বিচারক ড. মো. আখতারুজ্জামান

আজ এক আদেশে যে কথা জানালেন বিচারক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে ঘোষিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি সোমবার দেয়া হবে।
 
আজ রোববার এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এক আদেশে এ কথা জানান। বিচারক বলেন, রায়ের কপি সোমবার দেয়া হবে।

এর আগে সকালে রায়ের কপির জন্য খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন।

এর পর আদালতে আবেদনের বিষয়ে শুনানি হয়। এতে সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া ও হেলাল উদ্দিনসহ ১০ জনেরও বেশি আইনজীবী অংশ নেন।

শুনানি শেষে বিচারক ড. মো. আখতারুজ্জামান পেশকারের কাছে জানতে চান আজ রায়ের কপি দেয়া সম্ভব কিনা। এ সময় পেশকার বলেন, আজ সম্ভব হবে না। তখন বিচারক খালেদা জিয়ার আইনজীবীদের বলেন, আজ রায় দেয়া যাবে না, সোমবার দেয়া হবে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করেন আদালত।

রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে আদালতের পাশে অবস্থিত নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিত্যক্ত মহিলা ওয়ার্ডের দোতলায় রাখা হয়েছে তাকে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে