ঢাকা: কারারুদ্ধ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আজ পোলাও মাংস খাবেন। কারা কতৃপক্ষ সকালেই তাঁকে খাবারের মেন্যুর ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনি কোনো পছন্দ জানান নি। একজন নারী জেল কর্মকর্তা সকালে তাঁর সঙ্গে দেখা করে জানতে চান, দুপুরে বা রাতে কখন তিনি উন্নত মানের খাবার খাবেন? উত্তরে বেগম জিয়া বলেন ‘একটা কিছু খেলেই হলো।’ পরে কারা কর্তৃপক্ষ দুপুরেই তাঁকে উন্নত মানের খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ দুপুরে বেগম জিয়াকে পরিবেশন করা হবে পোলাও, মুরগির মাংস এবং বেগুন ভাজি।
জেলের নারী কর্মকর্তা বেগম জিয়ার কাছে জেলের খাবারের মান সম্পর্কে জানতে চান। বেগম জিয়া বলেন ‘খাবার তো ভালোই।’ নারী জেল কর্মকর্তা বলেছেন বেগম জিয়া জেলে কথা বলেন খুবই কম। তিনি শুধু হ্যাঁ, না, আচ্ছার মধ্যেই কথাবার্তা সীমিত রাখেন। তাঁর পছন্দের খাবার সম্পর্কেও কিছু বলেন না। কোনো কিছু চানও না। সারাক্ষণই চুপচাপ চিন্তামগ্ন থাকেন সাবেক এই প্রধানমন্ত্রী।-বাংলা ইনসাইডার
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস