বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৪৯:৫৫

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক: সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কালো পতাকা মিছিল করা হবে বলে জানিয়েছে বিএনপি।

বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আগামীকাল ২২ ফেব্রুয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে কার্যালয়ের সামনে জনসভার জন্য পুলিশের কাছে আমরা অনুমতি চেয়েছিলাম, আমরা সকল প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু আমাদের তা দেওয়া হয়নি। বিএনপি যাতে জনসভা না করতে পারে তার জন্য যত উদ্যোগ গ্রহণ করা দরকার সেটি তারা করেছে। এটা সরকারের গণতন্ত্রবিরোধী ও গণতন্ত্রবিনাশী মানুষের মৌলিক অধিকার হরণকারী একটি প্রতিহিংসামূলক আচরণ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি জানান, এই সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকা মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে