বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:৩৮:১৯

খালেদার জামিন আবেদনের আজকের শুনানি শেষে যে নির্দেশ দিল হাইকোর্ট

খালেদার জামিন আবেদনের আজকের শুনানি শেষে যে নির্দেশ দিল হাইকোর্ট

ঢাকা: এইমাত্র পাওয়া খবরে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের আজকের শুনানি শেষে আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বেলা ১২টায় দুর্নীতি মামলার আপিল হবে কিনা তাই নিয়ে শুনানি শুরু হয়েছিল। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আজ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে সকালে বেগম জিয়ার জামিন আবেদনের কপি দুদকের আইনজীবীকে সরবরাহ করেছেন বেগম জিয়ার আইনজীবীরা।

কোর্ট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গত ২০ ফেব্রুয়ারি বেগম জিয়াকে দেয়া সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি তুলে আপিল দায়ের করেন তার আইনজীবীরা।

পর তা আজ শুনানির জন্য হাইকোর্টের একটি নির্ধারিত বেঞ্চের ছয় নম্বর কার্যতালিকায় রাখা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে থাকবেন আইনজীবী খুরশীদ আলম খান। এবং বেগম জিয়ার পক্ষে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুবসহ সিনিয়র আইনজীবীরা।

গত আট ফেব্রুয়ারি এই দুর্নীতি মামলায় বেগম জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে