রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:২৮:১৬

পুরান ঢাকায় তিন তলা ভবন ধসে পড়ায় হতাহতের আশঙ্কা!

পুরান ঢাকায় তিন তলা ভবন ধসে পড়ায় হতাহতের আশঙ্কা!

ঢাকা : রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানা এলাকায় একটি পুরাতন ভবন ধসে পড়েছে। জানা যায়, হরনাথ ঘোষ রোডের তালগাছিয়া মসজিদের নিকট তিন তলা ভবনটি ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।

আজ রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। তারা হচ্ছেন- টেইলার্স মাস্টার সারোয়ার হোসেন সাগর (৩০) ও রিকশাচালক সবুজ (৪০)। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাত ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

এতে আরও হতাহতের আশঙ্কা করা যাচ্ছে। এদিকে ভবন ধসের পর থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কামাল হোসেন জানান, পুরাতন এই ভবন ভাঙার কাজ চলছিল অনেকদিন ধরে। নিচতলার দেয়াল ভেঙে পড়ে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে