রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:১৩:৩৯

এবার জাতিসংঘকে চিঠি পাঠাচ্ছে বিএনপি

এবার জাতিসংঘকে চিঠি পাঠাচ্ছে বিএনপি

ঢাকা: বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের সহায়তা চায় বিএনপি। সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে আগামী নির্বাচন সম্পন্ন করতে সরকারের ওপর ‘চাপ সৃষ্টি’ করার আহ্বান জানিয়ে আজকালের মধ্যেই জাতিসংঘকে চিঠি দিচ্ছে দলটি। ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া শেপুর মাধ্যমে মহাসচিব আন্তোনিও বরাবর আনুষ্ঠানিকভাবে এ চিঠি পাঠাচ্ছে বিএনপি। দলের শীর্ষস্থানীয় একাধিক নেতা  এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠির খসড়ায় বলা হয়েছে, বিএনপি এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গভীর ষড়যন্ত্র’ করছে। এ ছাড়া এতে দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ চিঠিতে ‘বিশ্বের অভিভাবক’ হিসেবে বাংলাদেশে গণতন্ত্র ‘পুনঃপ্রতিষ্ঠা’ করতে ‘মধ্যস্থতাকারী’র ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে সংকট নিরসনে সরকারকে প্রধান বিরোধী দলসহ অন্য দলগুলোর সঙ্গে সংলাপে বসতে চাপ দেওয়া এবং একজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করবে দলটি।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন নীতিনির্ধারক নেতা গতকাল  বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘকে অবহিত করে চিঠি দেবেন তারা। চিঠিতে কী কী বিষয় উল্লেখ করা হচ্ছে- জানতে চাইলে ওই নেতা বলেন, আগামী নির্বাচন, খালেদা জিয়ার কারাদণ্ডসহ সার্বিক পরিস্থিতি থাকছে।

বিএনপি কবে নাগাদ চিঠি দেওয়া হবে- প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ রোববার চিঠি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।  জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিতে বেশ কয়েক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ নিয়ে দলের আন্তর্জাতিক উইং নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে চিঠির একটি খসড়া প্রণয়ন করেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে