সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৫০:৫৭

রাজধানী জুড়ে বছরের প্রথম বৃষ্টি

রাজধানী জুড়ে বছরের প্রথম বৃষ্টি

ঢাকা: রাজধানী জুড়ে বছরের প্রথম বৃষ্টি, শীত শেষ না হতেই মধ্য ফাল্গুনের রাতে রাজধানী ঢাকাতে প্রায় আধ ঘণ্টা থেমে থেমে বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ যেনো আগাম  ‘কালবৈশাখী’র আগমন! এটাকে ঠিক কালবৈশাখী বলা না গেলেও তার আগমনী বার্তা বলা চলে। রোববার দিনগত রাত সাড়ে ৩টা থেকে রাজধানীতে দমকা বাতাস বইতে শুরু করে।

রাজধানীর বেশ কিছু এলাকা দমকা বাতাসে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো বাতাসের কারণে বেশ কয়েকটি ছিন্নমূল থাকার জায়গার পর্দা ছিঁড়ে গেছে । এছাড়া বাইরে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত স্ট্যান্ডিং বোর্ডগুলোও পড়ে গেছে।

দেশের অন্যান্য এলাকার মতো রাজধানীতে শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।  রাত ২টার পর থেকে দমকা বাতাসের সঙ্গে ঝড়ো বৃষ্টি হতে শুরু করে। এতে বেশ কয়েকস্থানে গাছপালা ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে। এছাড়া শিলা বৃষ্টির ফলে আমের মুকুলের ব্যাপক ক্ষতি হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে