ঢাকা: আদালতজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া কারাগারে নিজের বেশকিছু অসুস্থতার কথা উল্লেখ করে আদালতে জামিন আবেদন করেছেন।
জামিন আবেদনে এসব রোগসহ অন্যান্য গ্রাউন্ডে উচ্চ আদালতের কাছে জামিন আবেদন করেছেন তিনি। জামিন আবেদনে বলা হয়, তার (খালেদা জিয়ার) বয়স ৭৩ বছর। তিনি শারীরিক নানান জাটিলতায় ভুগছেন। গত ৩০ বছর ধরে তিনি গেঁটে বাতে আক্রান্ত। এছাড়া ২০ বছর ধরে ডায়াবেটিসে, ১০ বছর যাবত উচ্চ রক্তচাপ ও আয়রন স্বল্পতায় ভুগছেন।
জামিন আবেদনে খালেদা জিয়া আদালতকে জানান, ১৯৯৭ সালে তার বাম হাঁটু এবং ২০০২ সালে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। যে কারণে তার গিটে ব্যথা হয়, যা প্রচণ্ড যন্ত্রণাদায়ক।
এ মামলায় বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল আবেদন শুনানির জন্যও গ্রহণ করেন আদালত। এছাড়া বিচারিক আদালতে খালেদাকে দেয়া জরিমানা স্থগিত করে আদেশের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে এ মামলার সমস্ত নথি হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তিনি। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন চেয়েও আবেদন করেছেন খালেদা জিয়া।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস