মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:০২:০০

ব্রেকিং : এই হটলাইনে ফোন করলেই মশা নিধন

ব্রেকিং : এই হটলাইনে ফোন করলেই মশা নিধন

ঢাকা : মশার উপদ্রব থেকে বাঁচতে একটি হটলাইন চালু করা হয়েছে। যে কেউ এই হটলাইনে ফোন করলেই মশা নিধনকারীরা পৌঁছে যাবে তাদের দোরগোড়ায়।

সম্প্রতি রাজধানীতে মশার উপদ্রব অসহনীয়মাত্রায় বেড়ে যাওয়ায় জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

হটলাইন নম্বরটি হলো ০১৯৩২-৬৬৫৫৪৪। ডিএনসিসির আওতাধীন যে কোনো এলাকায় মশার ওষুধ ছিটানোর জন্য বুধবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই হটলাইন নম্বরে ফোন দিলে মশক নিধনকারী পৌঁছে যাবে আপনার এলাকায়। ডিএনসিসি কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার মধ্যে ওই স্থানে মশার ওষুধ ছিটাবে।

ডিএনসিসির নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে ডিএনসিসি সূত্র জানিয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে