বৃহস্পতিবার, ০১ মার্চ, ২০১৮, ০৫:৫৬:৩২

একদিনের রঙিন পানির বদৌলতে ভাগ্য খুললো গয়েশ্বরের পুত্রবধূর

একদিনের রঙিন পানির বদৌলতে ভাগ্য খুললো গয়েশ্বরের পুত্রবধূর

ঢাকা: পুলিশের জলকামান থেকে ছোড়া রঙিন পানির বদৌলতে ভাগ্য খুলে গেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দ‌ক্ষিণ কেরানীগঞ্জ বিএন‌পির সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট নিপুন রায় চৌধুরীর।

গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচিতে জলকামান নিয়ে হামলা চালায় পুলিশ। এসময় আহত হন নিপুর রায় চৌধুরী। সেসময় তাকে হাসপাতালে পাঠানো হলে এ খবর ছবিসহ দেশের প্রায় সবকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ছবিতে দেখা যায় তিনি বেশ সাহসের সঙ্গে পুলিশকে মোকাবেলা করছেন। পুলিশের গাড়ি লক্ষ্য করে লাঠি ছুড়ছেন।

আর এতেই রাজনৈতিকভাবে তার কপাল খুলে গেছে বলে মনে করেন অনেকে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তাকে দেখা যায় প্রথম কাতারে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মু্ক্তির দাবিতে এই আলোচনার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার মঞ্চ নামে একটি সংগঠন।

উল্লেখ্য, অ্যাড‌ভো‌কেট নিপুন রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে