কেরানীগঞ্জ : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোটকে কখনোই ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা ক্ষমতায় এলে আমাদের অবস্থা হবে রোহিঙ্গাদের মতো। আমাদের সবাইকে তখন পরবাসী হতে হবে।’
সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ আওয়ামী লীগের জনসভা উপলক্ষে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এই কথা বলেন। বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে রসুলপুরে অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতি সভা হয়। খাদ্যমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আমরা যখন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাতাম তখন তারা আমাদের নানাভাবে বাধা দিত। আজ সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে ইউনেস্কোসহ বিশ্ববাসীর কাছে স্বীকৃতি পেয়েছে। আমরা যখন কামরাঙ্গীরচরে ১৫ আগস্ট গণভোজের আয়োজন করতাম তখন বিএনপি-জামায়াত জোট আমাদের বাধা দিতো। এমনকি গণভোজের খাবারের পাতিল পর্যন্ত তারা ছিনিয়ে নিয়ে যেত।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে জয়লাভ করার কোনও বিকল্প নাই। নির্বাচনে আমাদের জয়লাভ করতেই হবে। তারা ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, প্রগতিশীল মানুষ, প্রগতিশীল লেখক ও প্রগতিশীল রাজনীতিবিদদের দেশে শান্তিতে বসবাস করতে দেবে না।’
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আদালত খালেদা জিয়াকে জামিন দেবে কি দিবে না সেটা আদালতের বিষয়। এ ব্যাপারে সরকারের কোনও হস্তক্ষেপ নাই। খালেদা জিয়া জেলখানায় আছে এই ইস্যু নিয়ে যদি আপনারা নির্বাচন বানচাল করতে চান তাহলে আমাদের কিছুই করার নাই। নির্বাচন যথাসময়েই হবে। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। নির্বাচনে কে আসলো আর কে আসলো না তা আমাদের আর দেখার সময় নাই।’
কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘৭ মার্চের জনসভার পরেই আমরা কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করবো। কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের নামের একটি খসড়া তালিকা প্রণয়ন করবো।’
সুলতানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আলহাজ শাহ আলম মুরাদ, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন সরকার ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস