শনিবার, ০৩ মার্চ, ২০১৮, ০৮:৫৯:২২

জাফর ইকবালের ওপর হামলা, যা বললেন ফখরুল

জাফর ইকবালের ওপর হামলা, যা বললেন ফখরুল

ঢাকা :  বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘটনার নিন্দা জানান।

জাফর ইকবালের ওপর হামলা, যা বললেন ফখরুল :-

মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, এটা আরেকটা চক্রান্ত। যারা দেশে এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এটা তাদেরই চক্রান্ত।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তার (অধ্যাপক জাফর ইকবাল) ওপর হামলার ঘটনায় আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমরা কখনোই এই ধরনের সন্ত্রাসের পক্ষে নই।’

উল্লেখ্য, আজ শনিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত করে এক যুবক। পরে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হচ্ছে।

এমটিনিউ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে