রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ১২:৫৫:৩৯

তারা দোজখের আগুনে জ্বলবে: প্রধানমন্ত্রী

তারা দোজখের আগুনে জ্বলবে: প্রধানমন্ত্রী

ঢাকা: শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে।  জাফর ইকবালকে ছুরি মারা হয়েছে। তার উপর যারা আঘাত করলো তারা কারা?

‘আমরা এদেশকে জঙ্গিবাদমুক্ত মাদকমুক্ত করতে চাই।  যারা এসব ঘটনা ঘটায় তারা ধর্মান্ধ হয়ে গেছে। তারা মনে করে তারা বেহেশতে যাবে। না তারা দোজখের আগুনে জ্বলবে। তারা অন্ধত্বে ভুগে যাচ্ছে কেন?’

রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তৃতার সময় একথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমরা বলেছি দেশে কোনো রকম জঙ্গিবাদ চলতে দিবো না। আমি শিক্ষক-অভিভাবক সবাইকে আহ্বান জানায় মাদক ও জঙ্গিবাদ থেকে সন্তানকে মুক্ত রাখতে হবে। এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

‘সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সেসব জানতে হবে। সন্তান কোনো ধরনের সমস্যায় পড়লে সে যেন বাবা-মাকে সব বলতে পারে সেদিকে নজর রাখতে হবে। বাবা মাকে সহনশীল হতে হবে।  এত মেধাবী ছেলেমেয়ে তারা যেন বিপথে না যায় সেদিকে দেখতে হবে।’

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অনেক মেধাবী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের নতুন প্রজন্ম অনেক বেশি মেধাবী। তারা অনেক সুযোগ সুবিধাও পাচ্ছে।  আর পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। এখন যতটা প্রযুক্তি পাচ্ছে জনগণ ততটা সুবিধাতো আমরা পাইনি।  এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

শনিবার নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

ওই হামলার ঘটনায় ফয়জুল নামের এক যুবককে হাতেনাতে আটক করে উপস্থিত শিক্ষার্থীরা।

২০১৬ সালের অক্টোবরে জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে হত্যার হুমকির পর জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই দম্পতি।

আগের বছর ২০১৫ সালে শাবিপ্রবিতে উপাচার্য বিরোধী আন্দোলনে সস্ত্রীক সক্রিয় ছিলেন তিনি।সেসময় তার স্ত্রীসহ অন্য শিক্ষকরা ছাত্রলীগের হামলার শিকার হন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে