রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ০১:৪৯:৪৫

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাফর ইকবালের স্ত্রী

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাফর ইকবালের স্ত্রী

ঢাকা : দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাফর ইকবালের স্ত্রী। হামলার শিকার লেখক-শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।

তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক। রোববার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইয়াসমিন হক। এ সময় তিনি দেশবাসীর দোয়া চান।

অধ্যাপক ড. ইয়াসমিন হক বলেন, ‘ড. মুহাম্মদ জাফর ইকবাল সুস্থ আছেন। আশা করছি খুব শিগগিরই তিনি বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারবেন। সকলে তার জন্য দোয়া করবেন যাতে তিনি দ্রুত আবার আমাদের মাঝে ফিরে আসেন।’

তিনি বলেন, ‘বিদেশে গেলেই ভালো চিকিৎসা হবে এটা ঠিক নয়। এখানকার চিকিৎসার ওপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে। সিএমএইচ ও ওসমানী মেডিকেলের চিকিৎসাসেবায় আমরা অনেক সন্তুষ্ট।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে ড. মুহম্মদ জাফর ইকবালের খোঁজ খবর রাখায় তাকে ধন্যবাদ জানান ইয়াসমিন হক এবং এ ঘটনায় পুলিশের কোনো ব্যর্থতা আছে বলে মনে করেন না তিনি।

ড. ইয়াসমিন হক বলেন, ‘জাফর ইকবাল আহত হওয়ায় পরই আমাকে ফোন দিয়েছেন। বলেছেন, টিভিতে স্ক্রল দেখে উদ্বিগ্ন হয়ো না, আমি ভালো আছি। তুমি ছাত্রদের বলো যেন ছুরিকাঘাতকারীকে মেরে না ফেলে। আর ছাত্রদের বলো যেন শান্ত থাকে।’ এ ঘটনায় গণমাধ্যমের ভূমিকার প্রশংসাও করেন ড. ইয়াসমিন হক।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে