রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ০২:০৩:০২

চাচার ওপর হামলা নিয়ে কঠিন ভাষায় যা লিখল হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ

চাচার ওপর হামলা নিয়ে কঠিন ভাষায় যা লিখল হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ

ঢাকা : বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক সব অঙ্গন থেকে উঠেছে নিন্দার ঝড়। হচ্ছে প্রতিবাদী সভা-সমাবেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ নিয়ে তোলপাড় চলছে। দেশের সচেতন, প্রগতিশীল মানুষ এই নিন্দনীয় কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। ফেসবুকের নিউজফিড হয়ে উঠেছে জাফর ইকবালময়।

ড. মুহম্মদ জাফর ইকবালের ভাতিজা দেশের আরেক প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন চাচার ওপর হামলার ঘটনা নিয়ে ফেসবুকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে বেশ জনপ্রিয় নুহাশ হুমায়ূনের সেই স্ট্যাটাস ইতিমধ্যে ব্যাপক হারে শেয়ার হচ্ছে।

ইংরেজিতে লেখা নুহাশের সেই স্ট্যাটাস পাঠকদের জন্য বাংলায় তুলে ধরা হলো। এটা সবার সঙ্গে হয়। আপনি একটি গতানুগতিক দিন পার করছিলেন, হঠাৎ একটা ফোন বা মেসেজ আসলো, আপনার স্বজন কেউ অসুস্থ, তাকে দেখতে আপনাকে হাসপাতালে ছুটতে হবে।

সাধারণত এই অসুখ হয় হার্টের অসুখ, স্ট্রোক বা এমন কিছু। কিন্তু না, আমার সঙ্গে আজকের বিষয়টি এত গতানুগতিক ছিল না। আজ আমার পরিবারের একজন হামলার শিকার হয়েছেন।

গণমাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করছে কীভাবে তাকে ( মুহম্মদ জাফর ইকবাল) জরুরি বিভাগে নেওয়া হচ্ছে, কীভাবে আক্রমণটা হলো, যেন এটি একটি হলিউডের সিনেমা। আমার নিউজফিড ইতিমধ্যে ভরে গিয়েছে মিম, বুদ্ধিজীবী বক্তব্য, মতামত আর দোয়ায়।

দেখুন আমি শুধু চাই আমার আশেপাশের মানুষগুলো এদেশে নিরাপদে থাকুক কিন্তু হয়তো এটা এখানে সম্ভব নয়। আমার জন্য এটা রাজনীতি না, নীতি না, আদর্শ না। এটা আমার পরিবার।

এবং আমি বলব, আমার পরিবার প্রচণ্ড শক্তিশালী এবং অবিশ্বাস্য সহনশীল। যা কিছুই আসতে চায়, আসুক, হতে পারে সেটা কষ্টকর অভিজ্ঞতা, হিংস্র আক্রমণ এমনকি মৃত্যু- আমাদের পরিবার পৃথিবী বদলানোর বিষয়ে অটল থাকবে- কথাটা মাথায় গেঁথে নিন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে