ঢাকা: রাজধানীর টেকনিক্যাল মোড়ে সিগন্যাল অমান্য করে ট্রাফিক পুলিশের ওপর ট্রাক উঠিয়ে দেয়ার ঘটনায় নিহত হয়েছেন কনস্টেবল মজিদ হোসেন। মঙ্গলবার ভোরে মিরপুরের টেকনিকাল সিগনালে এ দুর্ঘটনা ঘটে। বিয়ের মাত্র এক বছরের মাথায় স্বামীর এমন অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেনা স্ত্রী নূপুর আকতার।
স্বামীর মৃত্যুর খবর কোনভাবেই মেনে নিতে পারছেন না স্ত্রী নূপুর আকতার। এ মাসেই হাজারো স্বপ্ন নিয়ে স্বামীর হাত ধরে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন নূপুর। কিন্তু সিগনাল অমান্য করা ঘাতক ট্রাকের ধাক্কায় সব স্বপ্ন যেন পিচ ঢালা পথেই মিশে গেছে।
ঘটনাস্থলে থাকা অন্য ট্রাফিকরা জানান, ভোরে ট্যাকনিকাল মোড়ে দায়িত্ব পালন করছিলেন মজিদ। এসময় কল্যাণপুর থেকে গাবতলীগামী গাড়ি হাতের ইশারায় থামার সিগনাল দেন তিনি। তবে এসময় একটি ট্রাক সিগনাল না মেনে দায়িত্বরত মজিদকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। মারাত্মক আহত অবস্থায় মজিদকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
একজন ট্রাফিক চালক বলেন, 'নিয়মিতভাবেই সিগনাল চালাচ্ছিল। আউটগোয়িংয়ের সিগনাল ধরতে গিয়ে মাঝখানে যেতে হয়। রাস্তার মাঝ দিয়ে গাড়ি থামাতে থামাতে আসছিল। সেই সময় পিছন থেকে ট্রাকটি এসে ধাক্কা দেয়।'
ট্রাফিক বিভাগের সদস্যদের দাবি, হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রায়ই তাদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
ডিএমপি ডিসি লিটন কুমার সাহা বলেন, 'আইন অমান্য করে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে যাওয়ার সময় গাড়িটি মজিদকে চাপা দিয়ে চলে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল আনা হয়। আসার পর তার মৃত্যু হয়।'
ট্রাকটি আটক করা গেলেও ঘাতক চালককে এখনও আটক করা যায় নি বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন হাইওয়ে সড়কে প্রায়ই এ ধরনের দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস