বুধবার, ০৭ মার্চ, ২০১৮, ০৬:৪৯:১১

কারাগারে খালেদার সাথে বৈঠকের শুরুতেই হৈ চৈ

 কারাগারে খালেদার সাথে বৈঠকের শুরুতেই হৈ চৈ

ঢাকা: বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বিএনপির শীর্ষ নেতারা। ৩টা ০৫ মিনিটে কারাগারের অফিস কক্ষে উপস্থিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতারা। বেগম জিয়া আসেন তিন মিনিট পর। কুশল বিনিময়ের পরই উত্তেজনা শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার মওদুদ আহমেদ বলেন, ‘আমরা ম্যাডামের সঙ্গে একান্তে কথা বলতে চাই।’ জবাবে ডেপুটি জেলার বিনয়ের সঙ্গে বলেন ‘স্যার সেটা সম্ভব নয়, আপনি নিশ্চয়ই জানেন জেল কোড অনুযায়ী, কারা প্রতিনিধিদের উপস্থিতিতেই বৈঠক করতে হবে।’ ব্যরিস্টার মওদুদ বলেন, ‘কারাগারের লোকের বাইরেও এজেন্সির লোক এখানে আছে।’ ডেপুটি জেলার বলেন, ‘কোনো এজেন্সির লোক নেই।’ এনিয়ে এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

বিএনপির নেতারা এজেন্সির লোকদের বের হয়ে যেতে বলেন। হৈ চৈ এর এক পর্যায়ে বেগম জিয়া সবাইকে শান্ত হতে বলেন। বলেন ‘ওরা ওদের কাজ করুক।’ এরপর আলোচনা শুরু হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে