ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় আসার পথে বাসের ভিতর থেকে জানালা দিয়ে মাথা বের করায় গাছের সাথে ধাক্কা খেয়ে শাকিল আহমেদ নামের দশম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে ঢাকার ধামরাইর দেপাশাই গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এঘটনায় সেই ছাত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায় দুপুরে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে করে দেপাশাই গ্রামের স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ঢাকায় যাওয়ার জন্য রওনা দেয়।
এসময় সে চলন্ত বাসের ভিতর থেকে মাথা বের করলে একটি গাছের সাথে তার মাথা লেগে ফেটে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধামরাইর সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ বলেন, নিহত সেই ছাত্রের মৃত্যুতে গভীর শোক জানানো হয়েছে এবং একটি তদন্ত কমিটি করা হয়েছে । কেন মারা গেলো তদন্ত রিপোট পেলে ব্যবস্থা নেওয়ার হবে।
এই ঘটনার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, তদন্ত করা হচ্ছে ছাত্রটি কেন মারা গেলো। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার বিশমাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছে অন্তত ৩০ জন যাত্রী। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
এমটিনিউজ/এসএস