রবিবার, ১১ মার্চ, ২০১৮, ০২:৩০:৫৪

অবশেষে যার হাত ধরে তালা বদ্ধ বাক্সে হাইকোর্টে খালেদার মামলার নথি

অবশেষে যার হাত ধরে তালা বদ্ধ বাক্সে হাইকোর্টে খালেদার মামলার নথি

ঢকা : অবশেষে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নথি লোয়ার কোর্ট রেকর্ড (এলসিআর) বিচারিক আদালত থেকে হাইকোর্টে পৌঁছেছে।

অবশেষে যার হাত ধরে তালা বদ্ধ বাক্সে হাইকোর্টে খালেদার মামলার নথি:-  আজ রোববার দুপুর ১টার দিকে নথিটি আদালতে পৌঁছায়। এর আগে দুপুর সোয়া ১২টায় নথি একটি বক্সের ভেতরে করে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত থেকে পুলিশ ভ্যানে করে পেশকার মো. মোকারম হোসেন হাইকোর্টের উদ্দেশ্য নিয়ে যান। তিনি জানান, নথিতে পৃষ্ঠার সংখ্যা ৫ হাজার ৩৭৩টি।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টে খালেদা জিয়া ওই মামলায় জামিন আবেদন করলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ বিচারিক আদালতের এলসিআর তলব করেন। আদেশে ১৫ দিনের মধ্যে হাইকোর্টে নথি পাঠাতে বলা হয়। হাইকোর্টের আদেশ ২৫ ফেব্রুয়ারিই বিচারিক ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে পৌছায়। ফলে আজ ১১ মার্চ রোববার হাইকোর্ট নিধারিত ১৫ দিন শেষ হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান ওই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ওই রায়ের অনুলিপি গত ১৯ ফেব্রুয়ারি পাওয়ার পর গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল দাখিল করেন সাবেক এ প্রধানমন্ত্রীর আইনজীবীরা। এর পর গত ২২ ফেব্রুয়ারি আপিল গৃহীত হওয়ার পর গত ২৫ ফেব্রুয়ারি জামিন আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়।

মামলাটিতে খালেদা জিয়ার বড় ছেলে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ আসামি ১০ বছর করে কারাদণ্ডও প্রদান করা হয়। এ ছাড়া রায়ে আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।

দণ্ডিত অপর চার আসামি হলেন, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। দণ্ডিতদের মধ্যে তারেক রহমান, কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে