সোমবার, ১২ মার্চ, ২০১৮, ০১:৫৮:২৫

বস্তিতে আগুন লেগে পুড়ে গেল ২৫ হাজার মানুষের বসতবাড়ি

বস্তিতে আগুন লেগে পুড়ে গেল ২৫ হাজার মানুষের বসতবাড়ি

ঢাকা : মিরপুর ১২ নম্বরের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বস্তিতে আগুন লেগে পুড়ে গেল ২৫ হাজার মানুষের বসতবাড়ি। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট। চিপাগলির পথ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে তাদের বেশ বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল।
 
মেজর শাকিল জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে তাঁদের ২৩ টি ইউনিট কাজ করে। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো জানান, বস্তির বাসিন্দারা বেশিরভাগই পোশাক শ্রমিক।

তাদের ঘরে প্রচুর পরিমাণে ঝুট ছিলো। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হতাহতের সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি। তবে এক নারীর আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি।
 
জানা যায়, বস্তিটি ৭০ বিঘা জমি জুড়ে বিস্তৃত। এখানে কমপক্ষে সাত থেকে আট হাজার ঘর ছিলো। স্থানীয় সংসদ সদস্য ইলিয়াছ আলী জানান, বস্তির প্রায় সব ঘরই আগুনে পুড়ে গেছে। এতে ২৫ হাজারের মতো মানুষ বসবাস করতেন। ক্ষতিগ্রস্তদের সব রকমের সাহায্য করা হবে বলে জানান তিনি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে