সোমবার, ১২ মার্চ, ২০১৮, ০২:২৫:৩২

বেগম জিয়ার জামিন আবেদনের আদেশ কিছুক্ষণের মধ্যেই

বেগম জিয়ার জামিন আবেদনের আদেশ কিছুক্ষণের মধ্যেই

ঢাকা : বেগম জিয়ার জামিন আবেদনের আদেশ কিছুক্ষণের মধ্যেই। বেগম জিয়ার দুর্নীতি মামলার নথি হাইকোর্টে পৌঁছেছে। জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় দণ্ডিত বেগম জিয়ার জামিনের বিষয়ে আদেশ কিছুক্ষণের মধ্যেই আসবে বলে জানা গেছে। সোমবার বেলা দুই টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিবেন।

গত ২৫ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বিএনপি নেত্রীর জামির আবেদনের ওপর শুনানি হয়। সেদিন আদেশ না দিয়ে নথি দেখে সিদ্ধান্ত জানানোর কথা বলেন দুই বিচারপতি।

এর আগে ২২ ফেব্রুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ খালেদা জিয়ার করা আপিল গ্রহণ করে ১৫ দিনের মধ্যে মামলার নথি পাঠানোর আদেশ দেন। সেই অনুযায়ী ৭ মার্চ সেই সময় শেষ হয়। তবে হাইকোর্টের আদেশের কপি বিচারিক আদালতে পৌঁছেছে ২৫ ফেব্রুয়ারি। সেই অনুযায়ী ১১ মার্চ ১৫ দিন পূর্ণ হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে পুরোনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এখন পর্যন্ত খালেদা জিয়া কারাগারেই আছেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে