সোমবার, ১২ মার্চ, ২০১৮, ০৭:৫৭:৫৮

হঠাৎ ফখরুলকে তারেকের ফোন, অতঃপর

হঠাৎ ফখরুলকে তারেকের ফোন, অতঃপর

দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন চলছে। বিএনপি মহাসচিবও উপস্থিত। বিএনপির যুগ্ম-মহাসচিব সংবাদ সম্মেলনের জন্য লিখিত বক্তব্য তৈরি করেছেন। সেটি রিজভী দিলেন দলের মহাসচিবকে।

মহাসচিব মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা কর্মসূচি ঠিক করছিলেন। একটি বিক্ষোভ মিছিল করার কর্মসূচি চূড়ান্ত হচ্ছিল। হঠাৎই বিএনপি মহাসচিবের ফোন বেজে উঠল।

সংবাদ সম্মেলনের পয়েন্ট নোট করতে ব্যস্ত ছিলেন বিএনপির মহাসচিব। তবুও ফোনটা ধরলেন তিনি।ধরেই তিনি একাকী স্থান খুঁজলেন। চারপাশে নেতাকর্মীদের ভিড়। ২ মিনিটের মতো কথা বললেন।

ফোন রেখে এসে বললেন, ‘বিক্ষোভ আপাতত থাক ; আমরা আরেকটা জনসভার তারিখ দেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ জানতে চাইলেন, ‘কার ফোন?’ মির্জা ফখরুল ব্যস্ততার ভঙ্গিতে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন। এমন পরিস্থিতিতে উপস্থিত সকলে ধরেই নিয়েছে ফোনটি ছিলো সূদুর লন্ডন থেকে!
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে