রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০৮:০৪:১১

নেপালে বিমান বিধ্বস্ত: পাইলট আবিদের স্ত্রী ব্রেনস্ট্রোকে আক্রান্ত

নেপালে বিমান বিধ্বস্ত: পাইলট আবিদের স্ত্রী ব্রেনস্ট্রোকে আক্রান্ত

ঢাকা: নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটির পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে তাকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

হাসপাতালের ইনফরমেশন ডেস্কের কর্মকর্তা মো. শিহাব উদ্দিন জানান, হাসপাতালে ভর্তি করার পর আফসানা খানমের একটি অপারেশন করা হয়েছে। তিনি এখন আইসিইউতে আছেন। তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে তিনি জানান।

১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিমানটির প্রধান পাইলট আবিদ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। পরদিন সকালে কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর শুনে অজ্ঞান হয়ে পড়েছিলেন আফসানা খানম। এর পর থেকেই তিনি অসুস্থ ছিলেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে