সোমবার, ১৯ মার্চ, ২০১৮, ০২:১২:৫৭

উনি বয়ষ্কা মহিলা, অসুস্থ; জবাবে খালেদার আইনজীবীকে যা বললেন প্রধান বিচারপতি

উনি বয়ষ্কা মহিলা, অসুস্থ; জবাবে খালেদার আইনজীবীকে যা বললেন প্রধান বিচারপতি

ঢাকা : অবকাশের পূর্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানির আবেদন জানিয়েছিলেন আইনজীবীরা। কিন্তু আপিল বিভাগ তা নাকচ করে দিয়েছন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ৮ মে আপিল শুনানির জন্য দিন ধার্য করেছি। ওইদিনই শুনানি হবে। কোন ধরনের মুলতবি ছাড়াই এ শুনানি হবে। ৯ মে এটা নিষ্পত্তির চেষ্টা করবো। তখন খালেদা জিয়ার আইনজীবী জমিরউদ্দিন সরকার বলেন, উনি বয়ষ্কা মহিলা, অসুস্থ। ১২ এপ্রিলের পূর্বে আপিল শুনানি করা হোক।

জবাবে খালেদার আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, সকালে যে আদেশ দেয়া হয়েছে সেটা সর্বসম্মত। তবে আপনার নিবেদনটি নিয়ে সহকর্মী বিচারপতিদের মতামত জেনে নেই। এরপরই সহকর্মীদের মত জেনে প্রধান বিচারপতি জানান আপিল শুনানি হবে ৮ মে। এরপরেই খালেদা জিয়ার আইনজীবীরা আদালত কক্ষ থেকে বেরিয়ে আসেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে