মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ০৯:৫১:৩৬

গুলি করতে করতে সন্ত্রাসীরা পালিয়ে যায়

গুলি করতে করতে সন্ত্রাসীরা পালিয়ে যায়

ঢাকা: বিপুল অস্ত্র ও গোলাবারুদ নিয়ে রাজধানীর মিরপুরের পীরেরবাগের একটি বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছিলো, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালান।
 
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকে। এরই একপর্যায়ে ডিবি অফিসারের মাথায় গুলি লাগে। সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পুলিশও পাল্টা গুলি চালালে তারা বাড়ির পেছন দিন থেকে হাওয়া হয়ে যায়।

নিহত পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়ে কিছুক্ষণ জীবিত ছিলো। পরে স্কয়ার হাসপাতালে নিয়ে যাবার সময় তাঁর মৃত্যু হয়। নিহত ডিবি ইন্সপেক্টরের নাম জালাল উদ্দীন।

অভিযানকৃত বাড়ির ভিতর থেকে শিশু ও নারীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

অভিযানের এক পর্যায়ে ঘটনাস্থলে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞা উপস্থিত হন। মিরপুর থানা পুলিশের প্রায় ৩০ জন সদস্য অভিযানে অংশ নেয় বলে জানা যায়।

বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে পুলিশ, ডিবি ও সোয়াট সদস্যরা উপস্থিত রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে