শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ০১:১৬:৩৪

দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইউএস-বাংলার আরেকটি বিমান

দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইউএস-বাংলার আরেকটি বিমান

ঢাকা : অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইউএস-বাংলার আরেকটি বিমান। যান্ত্রিক ত্রুটির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশের বেসরকারি ইউএস-বাংলার একটি ফ্লাইট।

১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী উড়োজাহাজটি ঢাকা ছেড়ে যায়। তবে মারাত্মক কোনো সমস্যা না পাওয়ায় কিছু সময় পর বিমানটি মালয়েশিয়া উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম বলেন, ‘আমি যতটুকু জানতে পেরেছি, ইউএস-বাংলার বিএস-৩১৫ ফ্লাইটটি মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার ১৫ মিনিট পর আবার যান্ত্রিক ত্রুটির কারণে শাহজালাল বিমানবন্দরেই জরুরি অবতরণ করে।’

তিনি বলেন, ‘ইউএস-বাংলার সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছে, সমস্যা খুব মারাত্মক নয়।’ ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘ফ্লাইট উড্ডয়নের পরপরই একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। পাইলট যাত্রীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে কোনো ধরনের ঝুঁকি না নিতেই ল্যান্ড করেন।’

তিনি বলেন, ‘উড়োজাহাজটিতে ১৬৪ জন যাত্রী ছিলেন। পরে সমস্যার সমাধান করে সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে ফ্লাইটটি আবার রওনা দিয়েছে।’

উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ মডেলের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। এছাড়া গত ১২ মার্চ নেপালে ৬৭ জন যাত্রী ও চার ক্রু নিয়ে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার উড়োজাহাজটি। এতে মারা যান ৫১ জন। বিমানে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৬ জন। তাদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে