রবিবার, ২৫ মার্চ, ২০১৮, ০৭:০৮:২৮

স্বাভাবিক হয়ে উঠছে শোকে স্তব্ধ মাহি

স্বাভাবিক হয়ে উঠছে শোকে স্তব্ধ মাহি

নিউজ ডেস্ক : নেপালের ত্রিভুবন বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় মারা যান কিশোর তানজীব বিন সুলতান মাহির বাবা পাইলট আবিদ সুলতান। বাবাকে হারানোর ১১ দিনের ব্যবধানে হারালো মা আফসানা খানমকেও। মা-বাবা হারিয়ে শোকে স্তব্ধ মাহি কারও সঙ্গে তেমন কোনো কথা বলছে না। পরিবারের লোকজন তাকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করছেন। তবে পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, গতকাল শনিবার সে কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছে।
 
আফসানার চাচা ইয়াদ আলী বলেন, আবিদ-আফসানা দম্পতি উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসায় থাকতেন। তাদের সন্তান মাহির বয়স ১৫ বছর। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ‘ও’ লেভেল পরীক্ষা দেবে। বাবা মায়ের মৃত্যুতে মাহির সব কিছু এলোমেলো হয়ে গেছে। বাবা-মায়ের মৃত্যুর পর মাহি তার চাচা খুরশিদ মাহমুদের কাছে রয়েছেন। তিনি আরো বলেন, মায়ের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে মাহি। ওকে আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি।
 
এদিকে মাহির মা আফসানা খানম টফির ঘনিষ্ঠ বন্ধু জেসমিন শিউলি গত শুক্রবার মাহিদের বাসায় ছিলেন। টফির দাফনের পর তিনি চট্টগ্রাম চলে যান। গতকাল শনিবার তিনি মাহিকে ফোন করেন। মাহি তার সঙ্গে কথা বলেন।
 
শিউলি জানান, মাহি পরিবারের লোকজনের সঙ্গে প্রয়োজনীয় কথা বলছে। তিনি পরিবারে সদস্যদের বরাদ দিয়ে বলেন, মাহি আগের থেকে ভালো।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে