বুধবার, ২৮ মার্চ, ২০১৮, ০৭:০৬:৫১

মায়ের হাত থেকেই প্রাণ কেড়ে নিল ঘাতক বাস!

 মায়ের হাত থেকেই প্রাণ কেড়ে নিল ঘাতক বাস!

ঢাকা: মা শিরীন আক্তারের হাত ধরেই রাস্তা পার হচ্ছিল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মিতু আক্তার। মা শক্ত করেই মেয়ের হাত ধরেছিলেন। হঠাৎ একটি বাস এসে ধাক্কা দিল তাদের। তারা দুজনেই ছিটকে পড়ল রাস্তার পাশে।

তখনও মিতুর হাত ছাড়েননি শিরীন আক্তার। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হল। চিকিৎসক জানালেন, মিতু আর নেই। শিরীন আক্তারের অবস্থাও গুরুতর। মঙ্গলবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায়।

হাসপাতাল সূত্র জানায়, মিতুর বয়স ১০ বছর। তার মা শিরীন আক্তারের বয়স ৪০ বছর। মিতুর বাবা মিজানুর রহমান একজন ঠিকাদার। মিজানুর রহমান স্ত্রী ও চার মেয়েকে নিয়ে রায়েরবাগের হাসেম রোড এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। কেরানীগঞ্জের দোলেশ্বরী এলাকায় তার শ্বশুরবাড়ি।

মঙ্গলবার পুরো পরিবার নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাসে করে রায়েরবাগ এলাকায় ফেরেন মিজানুর। তিন মেয়ে নিয়ে মিজানুর নিরাপদেই রাস্তা পার হন। তার স্ত্রী শিরীন আক্তার রাস্তা পার হচ্ছিলেন মিতুকে নিয়ে। এসময় হিমাচল পরিবহন নামে একটি বাস তাদের ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, মা-মেয়েকে হাসপাতালে আনার পর মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মা হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে