বুধবার, ২৮ মার্চ, ২০১৮, ০৭:০৯:৪১

খালেদা জিয়ার কী হয়েছে জানতে চান তার আইনজীবীরা

খালেদা জিয়ার কী হয়েছে জানতে চান তার আইনজীবীরা

ঢাকা: অসুস্থতার কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বুধবার (২৮ মার্চ) আদালতে হাজির করা হয়নি।  এই অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। খালেদা জিয়ার কী হয়েছে, রাষ্ট্রপক্ষের তরফ থেকে তার কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার (২৮ মার্চ) দুপুরে সাংবাদিকদের সানাউল্লাহ মিয়া বলেন, ‘আজ খালেদা জিয়াকে আদালতে নিয়ে আসা হয়নি। মামলার কাস্টডি অফিস থেকে জেনেছি খালেদা জিয়া কারাগারে অসুস্থ। আমরা খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত। তিনি কী রোগে ভুগছেন সেব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে কিছুই জানানো হয়নি। আমাদের আবেদনের প্রেক্ষিতে মামলার জামিন  ৫ এপ্রিল পর্যন্ত  বাড়ানো হয়েছে। আগামী ৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।’

গত ১৩ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৮ মার্চ কারাগার থেকে বিশেষ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন বকশী বাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ ৫ নম্বর আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে