বুধবার, ২৮ মার্চ, ২০১৮, ০৭:৫৭:১৪

বিএনপির আশা পূর্ণ হলো না

বিএনপির আশা পূর্ণ হলো না

ঢাকা: সমাবেশের অনুমতি নিয়ে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করেছে বিএনপি।

বুধবার সংবাদ সম্মেলন করে সমাবেশ স্থগিতের কথা জানায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠানের কথা ছিলো।

এ সমাবেশের অনুমতির বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সমাবেশের অনুমতির বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেছেন।

এর আগে, রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে রিজভী বলেন, সরকার জনসভার আতঙ্কে ভুগছে।

‘জনসভার অনুমতি দিলে বিপুল পরিমাণ লোকসমাগম হবে বলে সরকার ভয় পাচ্ছে’ দাবি করে তিনি বলেন, এতে প্রমাণ হয়ে যাবে বিএনপি অনেক বেশি জনপ্রিয় দল।

রিজভী আরও বলেন: ‘বিএনপির সেই জনপ্রিয়তাকে ভয় পায় বলেই বিএনপিকে সমাবেশর অনুমতি দিচ্ছে না সরকার। এর আগেও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করার জন্য কয়েক দফা অনুমতি চেয়েও পায়নি বিএনপি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে  নজরুল ইসলাম বলেছিলেন, আমরা এর আগেও সমাবেশের অনুমতি চাইতে বিভিন্ন সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা অনুমতি দেননি। এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এসেছি, আশা করি তারা অনুমতি দেবেন।

এর আগেও তিন দফায় গত ২২ ফেব্রুয়ারি, ১২ ও ১৯ মার্চেও একই দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। তবে গত তিনবারই তাদেরকে অনুমতি দেয়নি ডিএমপি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে