নিউজ ডেস্ক : নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা বিমানের প্রাণ রক্ষা পাওয়া আহত যাত্রীদের একজন স্বর্ণা। নিজের সুস্থ হয়ে ওঠার খবর জানিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এমটিনিউজ২৪.কম পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
‘ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আমার আর কোন কিছু বলার নেই। এরকম একটা দুর্ঘটনায় বেঁচে যাওয়া ১০ ভাগ্যবান বাংলাদেশির মধ্যে আমি একজন। সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন আমার বাবা মা আর সবার দোয়ায় আমরা ফিরে এসেছি। শুধু আনতে পারিনি আমার প্রিয়ক ভাইয়াকে আর ছোট মামণি প্রিয়ন্ময়ীকে সবাই তাদের জন্য দোয়া করবেন,এনি ভাবী এখন ভাল আছেন।
শুনতে খুব হাস্যকর হলেও, আমি ৫ বছর ধরে মেডিকেলে ভর্তি হয়ে পড়াশোনা করার পর এখন রেজাল্টের অপেক্ষায় আছি। দূর্ঘটনার পর শুধু আফসোসই করেছি।
যখন প্রায় জীবনের আশা হারিয়ে ফেলেছিলাম, চারদিক আগুনে আচ্ছন্ন হয়ে গেল আমার মনে একটা কথাই আসছিল, আল্লাহ আমার তো এখনো রেজাল্ট ও হয়নি,আমি কি তবে ডাক্তার না হয়েই মরে যাব?আল্লাহ আমাকে ডাক্তার না হয়ে মরতে দিতে চান না। তাই বেঁচে গেছি। আমার এই দ্বিতীয় জীবনে আমি যেন ডাক্তার হয়ে গরীব আর দুর্ঘটনা আক্রান্ত মানুষের সেবা করে যেতে পার।,সবাই দোয়া করবেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস