বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮, ১০:৪১:২৪

শাহজালাল বিমানবন্দরে ভারতীয় নাগরিকের পেটে দেড় কেজি স্বর্ণ

শাহজালাল বিমানবন্দরে ভারতীয় নাগরিকের পেটে দেড় কেজি স্বর্ণ

ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক নাগরিকের পেট থেকে ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বিনোদ কুমার নামের ভারতীয় ওই নাগরিক ঢাকা আসেন বলে জানান ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

অথেলো চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শাহজালালে দুবাই থেকে একটি ফ্লাইটে (ই কে ৫৮৬) ঢাকায় আসেন বিনোদ কুমার। বোর্ডিং ব্রিজ এলাকায় যাত্রীর চলাফেরা সন্দেহজনক হলে তাকে অনুসরণ করা হয়। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রম করার পরে আর্চওয়ে মেশিনে বডি স্ক্যান করা হয়। এতে তার পেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে যাত্রীর রেক্টাম থেকে ১৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার করা ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।’

ডেপুটি কমিশনার আরও জানান, এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ ও বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন। যাত্রী বিনোদ কুমারকে আটক করা হয়েছে। তার বাড়ি ভারতের দিল্লিতে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে