শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮, ০৫:৫৮:২৮

রাজধানীর উত্তরায় শিয়ালের কাছে জিম্মি!

রাজধানীর উত্তরায় শিয়ালের কাছে জিম্মি!

ঢাকা: রাজধানীর উত্তরায় একটি বহুতলা বাড়িতে শুক্রবার হঠাৎ করেই ঢুকে পড়ে একটি শিয়াল। এরপর ওই বাড়ির লোকজন প্রায় একঘণ্টা বাড়ি থেকে বের হতে পারেননি, আবার ঢুকতেও পারেনি। উপায় না দেখে বাড়ির মালিক হটলাইন ৯৯৯-এ ফোন করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে শিয়ালটিকে উদ্ধার করে।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, ‘উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৮১ নম্বর ছয়তলা একটি বাড়ির গেটের নিচ দিয়ে ক্ষুধার্ত পাগলা শিয়ালটি শিকারের আশায় নিরাপত্তাকর্মীর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ে। এরপর সে শিকারের আশায়  দৌড়াদৌড়ি করতে থাকে। সে খুবই আক্রমণাত্মক ছিল। ভয়ে বাড়ির লোকজন দরজা বন্ধ করে ভেতরে বসে ছিল। বাড়ির নিরাপত্তাকর্মী রহমান শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে তাকে আক্রমণ করে। এরপর সেটি সিঁড়ির নিচে থাকা মোটর ঘরে ভেতরে আশ্রয় নেয়। মানুষ দেখলেই শিয়ালটি বেশি ছোটাছুটি করছিল।’

তিনি বলেন, ‘অনেক চেষ্টা করে শিয়াল ধরতে না পেরে বাড়ির মালিক ৯৯৯-এ ফোন দেয়। সেখান থেকে সংবাদ দেওয়া হয় উত্তরা ফায়ার সার্ভিসকে। এরপর আমরা সেখানে গিয়ে এক ঘণ্টা চেষ্টা করে মোটরের ঘর থেকে শিয়ালটিকে উদ্ধার করি। পরে শিয়ালটিকে  উত্তরার ১৮নং সেক্টরে উন্মুক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়।’

বাড়িওয়ালা জাবেদ আলী বলেন, ‘বাড়ির প্রধান ফটকের নিচে ছয় ইঞ্চি ফাঁকা রয়েছে। সেখান থেকে শিয়ালটি বাসার ভেতরে প্রবেশ করেছে। ১৩ নম্বর সেক্টরের পাশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট ও হাইওয়ের পাশের যে কোনও এলাকা থেকে এটি এসেছে মনে হয়। আমরা নিজেরা প্রথমে চেষ্টা করেছি। কিন্তু সে মানুষ দেখে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর ৯৯৯ এ ফোন দিয়ে সহযোগিতা চাই। এসময় আমরা সবাই বাড়ির ভেতরে ছিলাম।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে