শনিবার, ৩১ মার্চ, ২০১৮, ০৭:১৮:২৫

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান বঙ্গবন্ধুর গাড়ি চালকের পরিবার

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান বঙ্গবন্ধুর গাড়ি চালকের পরিবার

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়ে সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গাড়িচালক নাজিম উদ্দিনের পরিবার। অসচ্ছল পরিবারটি নাজিম উদ্দিনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার দাবিও তুলেছে।

শুক্রবার রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিম উদ্দিনের ছেলে নুরুল আলম সিদ্দিকী। সেখানে ছিলেন পুত্রবধূ জাকিয়া সুলতানা, নাতনি শাহি মনি ও শান্তা মনি।

নুরুল আলম সিদ্দিকী জানান, বঙ্গবন্ধু হত্যার পর নাজিম উদ্দিনের কেউ খোঁজখবর নেয়নি। দীর্ঘ দিন ধরে নানাভাবে চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগও পাননি তারা।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যে সময় স্পিকার ছিলেন, তখন তার মাধ্যমে এমপির ডিও লেটার নিয়ে গিয়েও সাক্ষাতে ব্যর্থ হয়েছেন।

নুরুল আলম আরও জানান, আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ আসনের এমপি আ স ম ফিরোজের মাধ্যমেও সাক্ষাতের চেষ্টা করা হয় কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

সর্বশেষ ২৭ মার্চ সাক্ষাতের আশায় প্রধানমন্ত্রীর দফতর ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বরাবর আবেদনও করা হয়। কোনো সাড়া পাননি।

নুরুল আলম বলেন, বঙ্গবন্ধু যখনই গাড়িতে উঠতেন তখনই তিনি জিজ্ঞাসা করতেন, ‘নাজিম উদ্দিন তুমি কেমন আছো? তোমার পরিবার বউ-বাচ্চা ভালো তো? আজ বঙ্গবন্ধু নেই।

আমাদের পরিবারের খোঁজখবর নেয়ারও কি কেউ নেই?’ তিনি বলেন, ‘আমার বাবা নাজিম উদ্দিন শুধু গাড়িচালক ছিলেন না, তিনি বঙ্গবন্ধুর ওয়্যারলেস অপারেটরও ছিলেন।

বঙ্গবন্ধুর একান্ত কাছের মানুষের পরিবারের সদস্য হিসেবে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের সমস্যার কথা বলতে চাই।’

নুরুল আলম আরও বলেন, আমার সন্তানরা অনেক মেধাবী। আমার বড় মেয়ে বক্সিং, কারাতে ব্ল্যাক বেল্টপ্রাপ্ত। ইতোমধ্যে এশিয়ান অ্যাম্বাসেডর গার্লস হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ওর পড়াশোনার খরচও আমি চালাতে পারছি না। প্রধানমন্ত্রীর সহায়তা পেলে তাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হবে। অন্যথায় তাদের লেখাপড়া এখানে ইতিটানতে হবে।

নরুল আলম নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা দাবি করে বলেন, আমি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরকাওনা মধ্যপাড়া আলিম মাদ্রাসায় বিনা বেতনে কর্মরত।

সব মিলে অর্থাভাবে চার সন্তানকে নিয়ে বিপাকে রয়েছি। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলে এর সমাধানের আশা করেন তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে