রবিবার, ০১ এপ্রিল, ২০১৮, ০৪:৩৩:৩৩

স্বরাষ্ট্রসচিবের লাগেজ তল্লাশি করায় দুই আনসার বরখাস্ত

 স্বরাষ্ট্রসচিবের লাগেজ তল্লাশি করায় দুই আনসার বরখাস্ত

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের লাগেজ তল্লাশি করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই আনসার সদস্যকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুই আনসার সদস্য বিমানবন্দর কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার।

এ ঘটনায় বিমানবন্দরে তোলপাড় চলছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এপিবিএনের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ওই দিনের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টায় সচিব মোস্তফা কামাল উদ্দীন ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-১০৩ নম্বর ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। অভ্যন্তরীণ টার্মিনালের গেট দিয়ে প্রবেশের সময় তাঁর লাগেজটি নিয়মানুযায়ী স্ক্যানারে ঢোকানো হয়।

স্ক্যানার লাগেজটিতে ধাতব জাতীয় কোনো পদার্থ থাকার সিগন্যাল দেয়। এ সময় কর্তব্যরত দুই আনসার লাগেজ তল্লাশি করার প্রয়োজনীয়তার বিষয়টি লাগেজ মালিককে জানান। লাগেজটি তল্লাশির অনুমতি দেওয়ার জন্য লাগেজ মালিককে সবিনয় অনুরোধ করেন। লাগেজ মালিক তখন নিজের পরিচয় দেন।

পরিচয় জানার পর আনসার সদস্যরা তাঁদের দায়িত্ব পালনের জন্য হলেও লাগেজটি চেক করার অনুমতি চান। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রসচিব বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে দুই আনসার সদস্যকে বিমানবন্দরের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের হেফাজতে নেন।

পরে দুই আনসার সদস্যকে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের হেফাজতে নেয়। তাঁদের সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আনসার সদস্য জহিরুল ইসলাম (পরিচয়পত্র নম্বর-১৯১৮৬৬৬) ও সেন্টু রহমানকে (পরিচয়পত্র নম্বর-৬৯০০৩০৮৩৯) দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তবে ওই লাগেজে কী ছিল তা জানা যায়নি।-কালের কণ্ঠ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে