নিউজ ডেস্ক: ছাত্রলীগ আছে বলেই মানুষ এত ভরসা পায়। ছাত্রলীগ মানেই শান্তির দল। তাই মানুষ বাঁচার জন্য ছাত্রলীগকে খোঁজে বলে জানিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।
শুক্রবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সোহাগ বলেন, সেদিন কেউ এগিয়ে আসেনি- না পুলিশ, না অন্য কেউ। আমরাই গিয়ে বলেছিলাম, স্যার কোনো ভয় নেই, আমরা এসেছি। নাশকতাকারীরা কেউ নেই, ওরা চলে গেছে। এরপর স্যার প্রাণে রক্ষা পায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীত ও বর্তমানে যা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার মূলে ছিল গুজব। এই গুজবের কারণে ভিসি বাংলোতে ২৫ মার্চ কাল রাত্রির মতো ন্যাক্কারজনক হামলা হয়েছে। আবার গুজবের কারণেই ইফফাত জাহান এশার ওপর হামলা করা হয়েছে। একজন তাকে বাঁচাতে আসেনি। তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। তাকে বহিষ্কার করা হয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় থেকে, যোগ করেন সোহাগ।
তিনি বলেন, একটি মেয়ের রগ কেটে দেওয়া হয়েছে- এটাও ছিল গুজব। যে মেয়ের রগ কাটা হয়েছে সেই মেয়ে নিজেই ভিডিও বার্তায় বলেছেন, এশা তাকে বা অন্য কোনো মেয়ের ওপর হামলা করেনি। গ্লাসে লাথি মারার কারণে তার পা কেটে যায়।
অভিযোগ ওঠে আন্দোলন যাওয়ার কারণে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে এশা- এই প্রসঙ্গে সোহাগ বলেন, রগ কাটার অভিযোগ যেমন মিথ্যা ছিল, তেমন এটাও মিথ্যা বলে মনে করছি। এরপরও আমরা সোস্যাল মিডিয়ায় আসা ওই অডিও যাচাই-বাছাই করব।
সংবাদ সম্মলনে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসান, সেক্রেটারি মোতাহার হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস