শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮, ০৩:২৯:০৭

এবার এশাকে নিয়ে এ কি বললেন হাছান মাহমুদ

এবার এশাকে নিয়ে এ কি বললেন হাছান মাহমুদ

ঢাকা : কোটা সংস্কার আন্দোলনের সময় এক ছাত্রীর ওপর নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভানেত্রী ইফফাত জাহান এশাকে বহিষ্কার করেছিল ঢাবি কর্তৃপক্ষ। এমনকি তার নিজের দল থেকেও বহিষ্কৃত হয়েছিলেন এই নেত্রী।

এবার এশাকে নিয়ে এ কি বললেন হাছান মাহমুদ:-  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, এই বহিষ্কারাদেশ দেশের মৌলিক অধিকার ও সংবিধানের পরিপন্থী। তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করাও ঠিক হয়নি বলে মনে করেন তিনি।

এদিকে এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করেছে ছাত্রলীগ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দল।

হাছান মাহমুদ মনে করেন, ছাত্রলীগ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময় তিনি আরো বলেন, সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভানেত্রীকে যে প্রক্রিয়ায় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল তা সঠিক ছিল না। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

একই সঙ্গে কোনো তদন্ত ছাড়া এশাকে বহিষ্কার করায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও সমালোচনা করেছেন। তিনি বলেন, একজন ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ আসার পর কোনো রকম তদন্ত ছাড়া তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেয়ার মতো ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান দিতে পারে না। এটি দেশের মৌলিক অধিকার এবং একই সঙ্গে সংবিধানপরিপন্থী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজটা ঠিক করেনি। কেউ অপরাধ করলে সেটির তদন্ত হতে হবে। তদন্তের পর শাস্তি হবে। কিন্তু কোনো তদন্ত ছাড়াই তারা মেয়েটিকে বহিষ্কার করেছে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে