বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮, ০১:৪৪:১১

‘সে জানতে চায়: মরলাম কেন স্যার? অন্যায়টা কি আমার!’

‘সে জানতে চায়: মরলাম কেন স্যার? অন্যায়টা কি আমার!’

ঢাকা  : সবাইকে কাঁদিয়ে চলে গেলেন রাজীব। সোমবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন ।

পটুয়াখালীতে আজ সকাল সাড়ে ১০টার দিকে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে তাকে। এদিকে রাজীব চলে যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কান্নার রোল। অনেকে তার এ অপমৃত্যুকে সহজে মেনে নিতে পারেন নি।

আসিফ নজরুলএবার রাজীবের এ অকালে চলে যাওয়া নিয়ে কথা বললেন ঢাকা  বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও টকশোর জনপ্রিয়মুখ ড. আসিফ নজরুল। একটু আগে তিনি এ বিষয়ে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘আজকে অফিস শুরু দেরীতে।

ভাবলাম ঘুমাই আরেকটু। কিন্তু পত্রিকার পাতায় চোখ বুলিয়ে আমি আর ঘুমাতে পারি না। রাজীবের নিস্পাপ মুখ তাকিয়ে আছে আমার দিকে, আমাদের দিকে।’

‘কেন রাজীব? সে জানতে চায়: মরলাম কেন স্যার? অন্যায়টা কি আমার! অন্তর বিদীর্ণ করে উত্তর খুজি। বুকে হাহাকার, চোখে অশ্রু। কিন্তু জানি দু’পয়সা দাম নাই আসলে এসবের। এ দেশকে শুয়োরের দেশ বলেছিল রাজপথে লাঞ্ছিত এক কিশোরী। শুযোরের না, এটা আসলে হায়েনার দেশ এখন। সফেদমুখী, কিন্তু হায়েনার চেয়েও হিংস্র প্রাণিদের।’

‘তাদের লকলকে জীব ভেজাতে পথে-প্রান্তরে রক্ত ঝরে অসহায়, অবোধ মানুষের। রাজীব, সন্তান আমার, তোমাকে মরতে হয়েছে এজন্য। ক্ষমা চাইনা তোমার কাছে। অভিশাপ দাও আমাদের। আর তুমি থাকো অপার শান্তিতে।’

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে