ঢাকা: দাবিতে রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর বারটার সময়ে রাজধানীর বাড্ডা হোসেন মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা গিয়ে শেষ হয়।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় কারাদন্ড দেওয়া
হয়েছে। তিনি গুরুতর অসুস্থ। তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা দেশনেত্রীর মুক্তি দিয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করার সুযোগ দেওয়ার দাবি করছি।
বিক্ষোভ মিছিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপি উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পারভেজ ও মিষ্টি, সাংগঠনিক সম্পাদক আয়োরুজ্জামান আনোয়ার যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। খালেদা জিয়া বন্দি কেন খুনী হাসিনা জবাব দে, আমার নেত্রী আমার মা বন্দি থাকতে দিবো না বলে শ্লোগান দিতে থাকে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস