রবিবার, ২২ এপ্রিল, ২০১৮, ০৫:৩৪:২৪

সাভারে এনাম মেডিকেলে একসঙ্গে তিন সন্তান প্রসব!

সাভারে এনাম মেডিকেলে একসঙ্গে তিন সন্তান প্রসব!

নিউজ ডেস্ক: সাভারে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে শারিমন আক্তার নামে এক স্কুলশিক্ষিকা একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। শনিবার রাতে সাভারের পার্বতীনগর এলাকায় ওই নারী তিনটি সন্তান জন্ম দেয়। এ সন্তানদের মধ্যে ২ মেয়ে ও ১ ছেলে।

তিন সন্তান জন্মদাত্রী শারিমন আক্তার শিলা আশুলিয়ার দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি বিভাগের শিক্ষিকা। তিনি স্বামীর সঙ্গে একই এলাকায় বদরুলের বাসায় ভাড়া থাকে। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার গাড়াকান্দি গ্রামে।

শিলার পরিবারের সদস্যরা জানান, শনিবার হঠাৎ করে শারিমনের প্রসব ব্যথা উঠে আমরা তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাসিমা বেগম তার সিজার করে। এ সময় শারমিন তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচার্যা ইউনিটের চিকিৎসক এসএসও আরিফ জানান, নবজাতকদের মধ্যে একটি সুস্থ। ওপর দুটির ওজন কম ও একটু অসুস্থ।

সন্তানদের বাবা একসঙ্গে তিন সন্তান জন্ম দেয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। এই তিন সন্তানের বাবার নাম মিজানুর রহমান রোস্তম।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে