রবিবার, ০৬ মে, ২০১৮, ১০:৪৮:৩২

হাতিরঝিলে 'ভয়ংকর' বাইকারকে আটকালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাতিরঝিলে 'ভয়ংকর' বাইকারকে আটকালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা : হাতিরঝিলে 'ভয়ংকর' বাইকারকে আটকালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী । রাস্তায় বেপরোয়া ও ভয়ংকরভাবে মোটর বাইকারকে থামিয়ে শাস্তি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রীর গাড়ী হাতিরঝিলে প্রবেশ করে। এই সময় তিনি দেখতে পান, বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছে তিনি কিশোর। দ্রুত গতিতে হেলে দুলে মোটরসাইকেল চালাচ্ছে তারা। আশপাশের কোনো গাড়ীকে তারা তোয়াক্কা করছেনা। বাইকে তিন জন আরোহী ছিলো, তাদের কারোর মাথায় হেলমেট নেই।

এমন দৃশ্য দেখে প্রতিমন্ত্রী তাঁর ড্রাইভারকে নির্দেশ দেন, মোটরবাইকটাকে ধরতে। পরে মন্ত্রীর ড্রাইভার হুইছেল দিয়ে মোটরবাইকটি পাকড়াও করে। এই তিন কিশোরের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেসবুকে বাইকারদের কাণ্ড-কীর্তির ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'হাতিরঝিলে তিনবারের চেষ্টায় তাদের থামালাম। তিনজনই কিশোর, ভয়ানক গতিতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিল। একজন কোনো এক গ্যারেজে কাজ করে।'

'হাতিরঝিলকে এমনিতেই অনেকে নিজের বাড়ির উঠোনের মতো ব্যবহার করে। বাচ্চাগুলোকে বললাম, বাসায় গিয়ে মা-বাবার কাছে মাফ চাও।'

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে