বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮, ০২:২৯:৪৪

রাজধানীতে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া

রাজধানীতে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া

ঢাকা : রাজধানীতে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। বৃহস্পতিবার, সকাল সাড়ে ১১টা। রাজধানীর আজিমপুর ভিকারুননিসা নুন স্কুল সংলগ্ন একটি ভবনের গ্যারেজে আনুমানিক দুই-আড়াই বছরের একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন লালবাগের খাজে দেওয়ান এলাকার বাসিন্দা হাসনা বেগম। প্রতিদিনের মতো মেয়েকে স্কুল থেকে নিয়ে যেতে এসেছেন।

বাড়ি থেকে রওনা হওয়ার পরপরই হঠাৎ করে আকাশ নিকষ কালো অন্ধকার হয়ে আসে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, সেই সাথে ঝড়ো হাওয়া বইছে। গাঢ় অন্ধকারে দিনের বেলাতেই রাতের অাঁধার নেমে এসেছে।

আর তাইতো স্কুলভবনের বিভিন্ন ফ্লোরে বাতি জ্বলতে দেখা যায়। রাস্তাঘাটে প্রাইভেটগাড়ি, হিউম্যান হলারগুলো দুর্ঘটনা এড়াতে ঘনঘন হেডলাইট জ্বালাচ্ছে।

কিছুক্ষণ আগেই মর্নিং শিফটের বিভিন্ন ক্লাসের ছুটি হয়েছে। হাসনা বেগম মেয়েকে নিয়ে বাড়ি ফেরার জন্য রিকশাচালক খুঁজছেন। অন্যান্য দিন রিকশাচালকরা ‘যেচে, কোথায় যাবেন’ জিজ্ঞাসা করলেও আজ বিরুপ আবহাওয়ার কারণে একজন রিকশাচালককে ধারে-কাছে দেখতে পেলেন না। অবশেষে নিরুপায় হাসনা বেগম বৃষ্টিতে ভিজেই দুই মেয়েকে নিয়ে বাড়ির পথে পা বাড়ালেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে হাসনাবেগম বলেন, ‘মাত্র আধ ঘন্টা আগেও আকাশ পরিষ্কার ছিল। সকাল থেকে ভ্যাপসা গরমও পড়ছিল। কিন্তু এভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হবে, তা কল্পনাও করতে পারিনি।’

শুধু হাসনা বেগম একাই নন, সকালে আবহাওয়া দেখে যারা রাস্তায় বেরিয়েছেন, তারা যানবাহন পাওয়াসহ বিভিন্ন ভোগান্তিতে পড়েছেন। অনেকেই কাকভেজা হয়েছেন।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যায়।’ তিনি জানান, রাজধানীতে ঘন্টায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৫৯ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে