বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮, ০৩:১১:৩৪

ট্রেনচালকের দূরদর্শিতায় বেঁচে গেল অনেকগুলো প্রাণ

ট্রেনচালকের দূরদর্শিতায় বেঁচে গেল অনেকগুলো প্রাণ

ঢাকা :  ট্রেনচালকের দূরদর্শিতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলো অনেকগুলো মূল্যবান প্রাণ...! আজ সকাল ৮টা ৫০ মিনিটে দক্ষিণখানের অন্তর্গত জয়নাল মার্কেট প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষসাক্ষী গণদের তথ্য মোতাবেক, আজ সকালের দিকে, স্কুলগামী ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলগামী মানুষের গণস্রোতের কারণে অনেকগুলো রিক্সা, মোটরসাইকেল এবং একটি টেম্পু জয়নাল মার্কেট প্রাঙ্গণে রেল লাইনের ওপরে আটকে যায় এবং প্রচুর যানজটের সৃষ্টি হয়।

তখন, ভয়ে মানুষ প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকে। টেম্পুটি সামনে এবং পিছনে জ্যাম থাকার কারণে তড়িৎগতিতে সরানো অসম্ভব হয়ে পড়েছিল।

মানুষের চিৎকার-চেঁচামেচি এবং ছুটাছুটি দেখে ট্রেনচালক খুব দ্রুততার সাথে ট্রেন থামাবার চেষ্টা করে এবং ট্রেন থেমে যায়।

এরপর ট্রেন লাইনের ওপরে থাকা অনেকগুলো রিক্সা, মোটরসাইকেল সরিয়ে নেয়া হয়। ঘটনাটির কিছুক্ষণ পরে আমরা বিষয়টি ক্যামেরাবন্দী করতে সক্ষম হই।

অতএব, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে... প্রতিদিন সকালের দিকে অত্র জায়গাটি দিয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের লোক যাতায়াত করে। স্বল্প ট্রাফিক ব্যবস্থা দ্বারা এই জায়গাটি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে। তাই ভবিষ্যতে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার পূর্বেই অতিসত্বর বেশ কিছু ট্রাফিক নিয়োগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

ফেসবুক থেকে সংগ্রহীত

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে