শুক্রবার, ১১ মে, ২০১৮, ০৮:৫৯:১৪

সমঝোতার মাধ্যমে কমিটি, বয়স ২৮ : প্রধানমন্ত্রী

সমঝোতার মাধ্যমে কমিটি, বয়স ২৮ : প্রধানমন্ত্রী

ঢাকা: ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে বয়স ২৮ বছর নির্ধারণ করা হয়েছে। আর সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হবে। শুক্রবার ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন সংগঠনটির সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমি চাই সমঝোতার মাধ্যমে তোমরা, তোমাদের নেতৃত্ব নির্বাচিত কর। কারণ ত্যাগ করতে শেখো। তোমরা এমন নেতৃত্ব খুঁজবে যাতে তারা এই সংগঠনকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে।

বয়সের বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগে নেতৃত্ব নির্বাচনে বয়স ২৭। কিন্তু বর্তমান কমিটি ইতোমধ্যে ৯ মাস অতিক্রম করে ফেলেছে। তাই আমি চাই কেউ যেন বঞ্চিত না হয়, বয়স এক বছর গ্রেস দিচ্ছি। প্রধানমন্ত্রীর এমন ঘোষণা উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে মেনে নেয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে