সোমবার, ১৪ মে, ২০১৮, ০৬:২৭:০৩

খুলনায় বিএনপির জন্য অঘোষিত কারফিউ চলছে: রিজভী

খুলনায় বিএনপির জন্য অঘোষিত কারফিউ চলছে: রিজভী

ঢাকা: খুলনা সিটি নির্বাচন কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও ভোটারদের জন্য অঘোষিত কারফিউ চলছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, খুলনায় বিএনপি নেতাকর্মী ও ভোটারদের জন্য অঘোষিত কারফিউ চলছে। আর আওয়ামী সন্ত্রাসীদের চলছে ফাঁকা মাঠে উৎসব।

নির্বাচন কেন্দ্র করে খুলনা সিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডব চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, খুলনায় বিএনপির পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার সময় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শিল্প এলাকায় বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। আসলে খুলনা সিটি নির্বাচন ঘিরে যা হচ্ছে তা একনায়কতন্ত্রী শাসনব্যবস্থার প্রত্যক্ষ প্রতিফলন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের কোনো ভরসা নেই বলেই আমরা বারবার সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছিলাম। কিন্তু সরকার এ বিষয়ে গ্রিক মূর্তির মতো নিশ্চল ও নিশ্চুপ থেকেছে, যা দুরভিসন্ধিমূলক।

রমজানে দ্রব্যমূল্যের বৃদ্ধির বিষয়ে রিজভী বলেন, রমজান শুরুর আগেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। কিন্তু সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এ ব্যাপারে নির্বিকার। কারণ মানুষের কষ্ট হলেও মুনাফা করছেন ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের লোকেরা। বর্তমান ভোটারবিহীন সরকারের দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ খেয়ে না খেয়ে নিদারুণ কষ্টে জীবনযাপন করছে।

কোটা বাতিলের বিষয় উল্লেখ করে রিজভী বলেন, কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল ঢেউ সামলাতে না পেরে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দিলেও এখনও গেজেট প্রকাশ না করায় আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। 
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে