শুক্রবার, ১৮ মে, ২০১৮, ০৬:২৯:৩০

৩৭ বছরে এই প্রথম কারাগারে খালেদার ইফতার

৩৭ বছরে এই প্রথম কারাগারে খালেদার ইফতার

ঢাকা: ৩৭ বছরের রাজনৈতিক জীবনে এই প্রথম জেলে বসে ইফতার করবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিগত বছরগুলোতে বরাবরের মতোই প্রথম রমজানে এতিমদের সঙ্গে নিয়ে ইফতার করতেন খালেদা জিয়া। যার বত্যয় ঘটলো আজ।

আজ শুক্রবার। পহেলা রমজান।  ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। কারাগারে বসেই সেহেরী খেয়ে রোজা রেখেছেন খালেদা জিয়া এবং সেখানেই ৭২ বছরের জীবনের প্রথম ইফতার করবেন তিনি।

আগে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়।  এবার গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির একটি মামলায় বিএনপি চেয়ারপারসনকে ৫ বছরের কারাদণ্ড দেন একটি বিশেষ আদালত।

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের বাসভবনকে সাবজেলে রাখা হয়েছিল। এবার তাকে পুরাতন ঢাকার নাজিমুদ্দিন রুডের পুরান কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক বন্দিদের মতোই তার দিন পার করতে হচ্ছে।

তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ থাকায় রোজা রাখতে পারবেন কিনা জানতে চাইলে খালেদা জিয়ার মিডিয়া উইং কমকর্তা শামসুদ্দিন দিদার  বলেন, ‘ম্যাডাম আগে থেকেই সবগুলো রোজা রাখেন এবারও রেখেছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ তবুও তিনি সবগুলো রোজা রাখবেন এবং সাধারণ বন্দীদের মতোই তার ইফতারের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।’

তবে খালেদা জিয়াকে তার শারীরিক অবস্থা বিবেচনা করে রমজানে তার সাহরি ও খাবারের আইটেম নির্ধারণ করা হচ্ছে কি না জানতে সিনিয়র জেল সুপার জাহাঙ্গির কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে