ঢাকা: বনানীর আত্তিন আরাবিয়ান নামক এক রেস্টুরেন্টে সেহ্রির আইটেম হিসেবে শীশা বিক্রির এক অভিযোগ উঠেছে। সেখানে গিয়ে দেখা যায় ১৮-৩০ বছরের নারী পুরুষরা একসাথেই বসে বসে শীশা নিচ্ছেন। সেহরির নামে মধ্যে রানে বনানীর হোটেলে একি খাচ্ছেন তরুণ-তরুণীরা?
সাংবাদিক যাওয়ার পর পরেই সেগুলো সরিয়ে নেওয়া হয়। এরই মধ্য বেশ কয়েকজন দেশি-বিদেশি তরুণ-তরুণী টেবিলে সিগারেটের প্যাকেট ও জুস রেখে বসে গেছেন শিশার আসরে।
এরাবিয়ান এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই এগিয়ে আসেন আনিসুর রহমান নামের এক কর্মী। তার কাছে সেহরির মেন্যু চাইলে তিনি জানান, ‘স্যার, মেন্যু নেই, শেষ হয়ে গেছে।’
তবে তিনি বলেন, ‘সাধারণত আমাদের এখানে যেসব খাবার পাওয়া যায়, সেহরির সময় সেগুলোই মিলবে। তবে ১২০০ টাকার একটি মেন্যু আছে, তাতে শিশার সঙ্গে স্যান্ডউইচ ও সফটড্রিংকস পাওয়া যাবে।’
রমজানে সেহরির সময় শিশার মেন্যু কেন জানতে চাইলে আনিসুর বলেন, ‘আসলে সেহরির জন্য এই মেন্যু না। এখানে শিশা সব সময়ই পাওয়া যায়। যারা সেহরির সময় শিশা সেবনের জন্য আসবেন, এই মেন্যুটা তাদের জন্যই।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর